ভারতে সদ্যই অনুষ্ঠিত হলো আইপিএল- এর নিলাম আসর। আর সেখানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা। আর সেখান থেকেই নজরে আসেন এই স্টারকিড। শুধু কি তাই, রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছেন জুহি কন্যা! সোমবার থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে জাহ্নবীর ছবি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। এই স্টারকিডের ছবি শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন জুহি। জাহ্নবীর জন্ম হয় ২০০১ সালে। অর্থাৎ এখন তার বয়স মাত্র ২৩ বছর। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো জাহ্নবী। ধীরুভাই আম্বানি স্কুলে পড়েছেন তিনি। সেখানকার সেরা ১০ শিক্ষার্থীদের মধ্যে ছিলেন তিনি। এরপর জাহ্নবী চলে যান ইংল্যান্ডে। পরে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন জুহি কন্যা। নিজের সাক্ষাৎকারে যখনই মেয়েকে নিয়ে কথা বলেছেন, তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জুহি চাওলা। জানিয়েছেন, তার মেয়ে পড়াশোনায় খুবই ভালো। প্রত্যেক পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। তবে মায়ের মতো অভিনয়ের জগতে আসতে চান না জাহ্নবী। তিনি নাকি লেখিকা হতে চান। ক্রিকেটের বড় ভক্ত জাহ্নবী। মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি আইপিএল নিলামে অংশ নিচ্ছেন এবং জুহি কন্যাই নাকি নিলামে দর হাঁকা কনিষ্ঠতম ব্যক্তিত্ব। জাহ্নবীর বাবা জয় মেহতা যে সংস্থার চেয়ারম্যান, তার মূল্য ৪,১৭১ কোটি রুপি। শোনা যায়, জয় মেহতার ব্যক্তিগত সম্পত্তি ও অর্থের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি রুপি। এরই অন্যতম উত্তরসূরি জাহ্নবী। শাহরুখ খানের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় অংশীদার জুহি ও তার স্বামী জয় মেহতা। সেই সূত্রেই নিলামে অংশ নেন জাহ্নবী।

এর আগে আরিয়ান-সুহানার পাশে দেখা গেছে তাকে। তবে এবারে একাই সমস্ত কিছু সামলাচ্ছেন। তার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসে মুগ্ধ নেটমাধ্যম। তাই তো দিয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’-এর খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *