ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম গ্ল্যামার গার্ল। তাকে নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলতে থাকে। তবে এসব না ভেবে জীবনকে উপভোগ করার অন্য অর্থ খুঁজে পান বারবার। বিশ্বাস করেন প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে উপভোগ করায় এক আলাদা আনন্দ রয়েছে। তাই ৪৪ তম জন্মদিনে সকলের ঊর্ধ্বে গিয়ে নিজেকেই শুভেচ্ছা জানালেন এ অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হে প্রিয়, শুভ ৪৪তম জন্মদিন। একটা সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, এখন সেই রং তোমার কাছে রুপোর চেয়েও উজ্জ্বল। তুমি যাকে ক্লান্ত চোখ বলো, আমি সেটাকে অভিজ্ঞতা হিসেবে দেখি। চোখের নীচের ওই ডার্ক সার্কেলকে আমি সাফল্য মনে করি।’ তবে নিজেকে ভালোবাসার কোনও বিকল্প নেই। তাই অভিনেত্রী লিখেছেন দিনের শেষে পাশে কেউ না থাকলেও, তিনি সবসময় তার পাশে থাকবেন। তিনি বলেন, ‘মনে রেখো আমি সবসময় তোমার পাশে থাকব। এমনকি তুমি যখন থাকবে না তখনও থাকব।’
‘মনে রেখো আমি তোমাকে সবসময় ভালোবাসব। এমনকি তুমি আমায় ভালো না বাসলেও, আমি সবসময় তোমায় ভালোবাসব। শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। সুন্দরভাবে এগিয়ে চলো।’
জীবনে চলার পথে যে বাস্তব অভিজ্ঞতা, সেটা অভিনেত্রীর কাছে সম্পদ। স্বস্তিকার কথায়, ‘আমি একজন শিল্পী, একজন মা, একজন বন্ধুকে দেখতে পাই তোমার মধ্যে। তুমি তোমার মতোই থাকো। একজন দয়ালু, আন্তরিক ও সৎ মনের মানুষ হয়ে। পুরো বিশ্ব পরিবর্তন হয়ে গেলেও, তুমি এমনই থেকো।