কুড়িগ্রামের উলিপুর পৌর এক ও দুই নং ওয়ার্ড বাকরের হাট বাজারে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজ সন্ধ্যায় একটি শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উলিপুর পৌর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন উলিপুর পৌর ১ নং ওয়ার্ডের সেক্রেটারি, ডাক্তার মোঃ শরীফ মেহেদী বাংলাদেশ জামাতে ইসলামী, পৌর ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন, ২ নং ওয়ার্ডের সেক্রেটারি, মোঃ হাবিবুর রহমান, আবুল খায়ের, হাফেজ মুহাম্মদ রজব আলী, নুর আলম,আবু নোমান, মোস্তফা, আঃ হাই,সাকিবাল হাছান, এনামুল কবির, এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আমীরে জামায়াতের সফরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বলেন,এ সফর দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।”তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
আগামী ২৪ জানুয়ারি ড. শফিকুর রহমানের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।