সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারকের অসদাচরণ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জনিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ‘নিউজ আপডেট’ স্ক্রলে এই তথ্য দেওয়া হয়েছে। ‘জুডিশিয়াল কাউন্সিল আপডেট’ উল্লেখ করে স্ক্রলে বলা হয়েছে, ‘বর্তমান বেশ কয়েকজন বিচারকের আচরণ সংক্রান্ত প্রাথমিক তদন্ত চলছে এবং এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারক বিচারকাজের বাইরে আছেন। গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত জানান। পরে এই বিচারকরা ছুটির আবেদন করলে তাদের আবেদন মঞ্জুর করা হয়। ১৮ ডিসেম্বর পর্যন্ত তাঁদের ছুটি রয়েছে।

১২ বিচারক হলেন- বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, এই বিচারকরা পতিত শেখ হাসিনা সরকারের  দোসর। আদালতকে ব্যবহার করে তাঁরা আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ সংগঠনটির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *