হলুদ ট্যাক্সি মানে কলকাতা শহরের নস্ট‌্যালজিয়া। সম্প্রতি এই ট্যাক্সি রাস্তা থেকে কমে যাওয়া নিয়ে এবং ভবিষ‌্যতে উঠে যাওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর তার মধ্যে এ হলুদ ট্যাক্সিতে উঠে হেনস্তার শিকার হয়েছেন ওপার বাংলার গায়ক সৌমিত্র রায়। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। সংগীতশিল্পী জানান, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) কলকাতার বড়বাজারের ত্রিপল পট্টির কাছে এক হলুদ ট্যাক্সির চালক তাকে হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এক অবাঙলি ট্যাক্সি চালক আমাকে হুমকি দিয়ে হলুদ ট্যাক্সি থেকে নামিয়ে দেয় বড়বাজারের ত্রিপল পট্টি-তে। ব্রাবোন রোডে। সঙ্গে অকথ্য গালিগালাজ। যদিও অন-ডিউটি ট্র্যাফিক পুলিশ অফিসার ওই ড্রাইভারকে নির্দেশ দিয়েছিলেন আমায় যাদবপুর পৌঁছে দেওয়ার জন্য।’সৌমিত্রের ভাষ্য, ‘পুলিশের সাহায্য নিয়েই ট্যাক্সিতে উঠেছিলাম। কিন্তু চালক কিছুদূর গিয়ে আমাকে নেমে যেতে বলে। অবাঙালি চালকের ব্যবহার খুবই খারাপ ছিল।’ গায়কের কথায়, এর আগেও একাধিকবার তিনি ট্যাক্সিতে যাতায়াত করেছেন তবে এমন ঘটনার সম্মুখীন হননি।

তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি জিজ্ঞেস করেছিলাম, কেন কী সমস্যা? তুমি আমায় গাড়িতে তুলে এভাবে নামিয়ে দিচ্ছ কেন? এরপর ট্যাক্সি চালক বলেন, ‘না আমি যাব না।’ আবার কখনও বলছে যা করার করে নিন। আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি ভুল করছো। আমি তোমায় টাকা তো দিবো। কিছুতেই শুনতে নারাজ। অ্যাগ্রেসিভ ছিল ভীষণ।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *