কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনার ১১ ঘণ্টা পার হলেও একটি বগি উদ্ধার করাও সম্ভব হয়নি। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে জেলার বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যাত্রীবাহী ৬টি ট্রেনসহ মোট ৮টি ট্রেন।

ট্রেন চলাচল স্বাভাবিক করতে সন্ধ্যা ৭টা থেকে দুটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। এতে অংশ নিয়েছেন প্রায় অর্ধশতাধিক রেলওয়ে কর্মী।রোববার (১৬ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় বিজয় এক্সপ্রেস ট্রেন। দুপুর পৌনে ২টাই কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে পৌঁছালে তেজের বাজার এলাকায় বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন। এতে গতি কমে আসা ইঞ্জিনকে পেছন থেকে আবার ধাক্কা দেয় বগিগুলো। এতে একে একে ন৯টি বগি যাত্রী নিয়ে পড়ে যায় রেললাইনের পাশে। এ ঘটনায় ১০ জনেরও বেশি যাত্রী আহত হন। তাদের প্রত্যেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ১১ ঘণ্টায় উদ্ধার হয়নি একটি বগিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *