বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সিনেমা হলে ঘটে যাওয়া এক ঘটনা ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নোরা ফাতেহি একটি ছোট্ট মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। মেয়েটিকে পপকর্ন দিতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে থাকে সেই ছোট্ট মেয়ে।
ঠিক তখনই সিটে বসে থাকা নোরার দেহরক্ষী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে তার এই তৎপরতাতেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন। কেউ কেউ দেহরক্ষীকে ‘সুপারহিরো’ বলে প্রশংসা করেছেন। অনেকেই ওই দেহরক্ষীর সতর্কতা ও দায়িত্ববোধের জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন। এখনো পর্যন্ত ভিডিওগুলোতে অনেক কমেন্ট পড়েছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ারও করেছেন।