MU

 

গৌরনদী প্রতিনিধি : স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করেই প্রতিনিয়ত বানিয়ে যাচ্ছেন বেবি ফুড প্রাডাক্ট শিশু খাদ্য, প্যাকেটের উৎপাদন ও মেয়াদের তারিখ বসাচ্ছেন নিজেরদের ইচ্ছা মত। এমনটাই করে যাচ্ছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি শিশুখাদ্য উৎপাদানকারী চিনি দিয়ে তালের মিশ্রিথর তৈরি ও সেমাই তৈরি মুখরোচক খাবার। যা খেয়ে অনেক সময় শিশুসহ অনেকই অসুস্থ্য হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

শিশু খাদ্যতে ভেজাল এর শাস্তি সর্বোচ্চ ও মৃত্যুদণ্ড হলেও এর কোন পরওয়া নেই বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন টরকী বন্দরের ব্যবসায়ী কৃষ্ণ বণিকের। ঐতিহ্যবাহী বৃহত্তর ব্যবসায়ী বন্দর পৌর এলকার ১নং ওয়ার্ড টরকী বন্দরে রয়েছে তার দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, তৈরি হয় শিশু খাদ্য মিশ্রি অপরটিতে তৈরি হয় মুখরোচক সেমাই।

বিশ্বস্ত সূত্রে জানা যায় কারখানাটিতে মুখরোচক সেমাই তৈরি করা হয় সেই কারখানার বেবি ফুড প্রাডাক্ট নামের তাদের কাগজপত্রেও রয়েছে জটিলতা। অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা হয় এই শিশু খাদ্য। যা খেয়ে শিশু যে কোন সময় অসুস্থ্য ও পরতে পারে স্বাস্থ্য ঝুঁকিতে।

এবিষয় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. টিপু সুলতান জানান অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য খেলে বাচ্ছাদের ডাইরিয়া, কিডনি রোগসহ যে কোন বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পরতে পারে শিশু।

এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শকের রয়েছে নীরব ভূমিকা। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন স্বাস্থ্য ঝুঁকির জন্য অভিযান চালালেও ঠিক সে ভাবেই করে যাচ্ছে তাদের প্রতিদিনের খাবার তৈরির কাজ।

তবে স্বাস্থ্য ঝুঁকির বিষয় প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ বর্ণিক বলেন এই কারখানায় পানিপড়ার কারণে ফ্লর একটু ভিজা থাকে। তবে চিনি ছাড়া আর কিছু আমরা মিশাই না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *