ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার দিনগত রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কতৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে বিভিন্ন ধরনের কয়েকশ যানবাহন। দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েকশ যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকা পড়েছে ছয়টি ফেরি।
এতে করে মহাসড়ক ও ফেরিতে আটকে পড়া যানবাহনের অসংখ্য যাত্রী, যানবাহনের শ্রমিক ও ঘাট সংশ্লিষ্টদের তীব্র শীতের মধ্যে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির বিকন বাতির আলো ও মার্কার পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফলে নৌ দূর্ঘটনা এড়াতে কতৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে নৌ-চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।