সাভার উপজেলা বনগাঁও ইউনিয়নের মধ্যে অবৈধ ভাবে বেঙ্গের ছাতার মতো গড়ে উঠে হাউজিং । প্রতি টা পদে পদে, রন্ধে রন্ধে হাউজিং _, একটা নিভীর বন্ধনে আবদ্ধ। কাগজ_পএ বিহীন অবৈধ ভাবে গড়ে তোলে হাউজিং । দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে চালাচ্ছে প্রতিষ্ঠান। সকল হাউজিং এখন চলে বিএনপির ছএ ছায়ায়। আল_ফালাহ হাউজিং নামে অবৈধ ভাবে বেঙ্গের ছাতার মতো গড়ে উঠে। এ ছাড়া ও রয়েছে অসংখ্য হাউজিং _, নিসান হাউজিং, ডে_ লাইট আবাসন সিটি, ছায়ানীড় এপার্টমেন্ট প্রকল্প, তানজিল সিটি, পুলিশ আবাসন সিটি, জামান হাউজিং , হাজ্বী ডেভেলপমেন্ট হাউজিং , রেলিক সিটি , নূর হাউজিং, আরিয়ান সিটি বা রানার কম্পানী, ইউসুফ নগর আবাসন প্রকল্প সহ সাভার উপজেলার মধ্যে অসংখ্য অবৈধ প্রতিষ্ঠান । তাই প্রশাসনের সু_ দৃষ্টি কামনা করি, সুষ্ট তদন্তের মাধ্যমে কাগজ_ পএ বিহীন, অবৈধ প্রতিষ্ঠান গুলো বন্ধের লক্ষ্যে বিশেষ কঠোর ব‍্যবস্থা গ্রহণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *