প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩ গোলে এগিয়ে গিয়েও অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারিয়েছে। ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে ৩-৩ গোলের এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে নেমে গেছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্দ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ঘরের মাঠে ৫৩ মিনিটের মধ্যেই ৩ গোলে এগিয়ে গিয়েছিল সিটি। তবে সেখান থেকে ফিরে এসে নির্ধারিত সময়ের মধ্যেই ৩ গোল পরিশোধ করে ডাচ ক্লাব ফেইনুর্দ। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

তবে ম্যাচের শুরুটা অবশ্য বেশ দারুণ ছিল সিটির। শুরু থেকেই আক্রমণে দাপট দেখানো দলটি প্রথম গোল পায় ৪৪ মিনিটে। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন আর্লিং হলান্ড। বিরতির পর শুরুটা দারুণ হয় সিটির। ৫০ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন হলান্ড।

সিটির জয় যখন অনেকটাই নিশ্চিত, তখন হুট করেই অবিশ্বাস্য এক কামব্যাক করে ফেইনুর্দ। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩ গোল করে সিটির হাতের মুঠো থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় দলটি। ৭৫তম মিনিটে ব্যবধান কমান আনিস হেজ মুসা। ৮২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সান্তিয়াগো হিমেনেস। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে তৃতীয় এবং শেষ গোলটি করেন ডেভিড হ্যাঙ্কো।

ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে আজকের (মঙ্গলবার) ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ ম্যাচ জয়বঞ্চিত থাকল সিটি। গত ৩০ অক্টোবর লিগ কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হার দিয়ে ব্যর্থতার জালে বন্দি হয় দলটি। সেই ম্যাচের পর প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহ্যামের বিপক্ষে হারে তারা। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে পরাশক্তি দলটিকে স্পোর্টিং লিসবনও হারিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *