রিয়্যালিটি শো ‘বিগ বস’ -এর ১৮ তম সিজনে মুখোমুখি হয়েছিলেন বলিউড বাদশাহ সালমান খান ও ভারতীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী অশনীর গ্রোভার। তিনি সালমান খানকে নিয়ে প্রকাশ্যে কয়েকটি দাবি করেছিলেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সালমান সাড়ে ৭ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন অশনীর কাছে। তবে সালমানের সঙ্গে কথা বলার পরে নাকি তিনি সাড়ে ৪ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন।
তবে এই দাবিগুলো নাকি একেবারে মিথ্যা। ‘বিগ বস ১৮’-র মঞ্চে ‘শার্ক ট্যাংক’ খ্যাত উদ্যোগ পতির সামনেই এ কথা বলেন সালমান। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের নাম না নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অশনীর। ভিডিও বার্তায় অশনীর বলেন, ‘অকারণে আমার সঙ্গে ঝামেলা করে প্রতিযোগিতা শুরু করেছে। আমি তো ভদ্রভাবেই গিয়েছিলাম (‘বিগ বস ১৮’)। তারা আমাকে ডেকেছিল। নাটক করার জন্য বলে দিল, ‘আপনার সঙ্গে তো দেখাই হয়নি কখনও। আপনার নামও জানি না।’ আরে, নাম না জানলে আমাকে ডাকলে কেন?’ তার কথায়, ‘আর একটা কথা বলে দিই। তুমি (সালমন খান) আমার সংস্থার হয়ে কাজ করেছো। আর আমার সঙ্গে দেখা না করেই আমার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেলে, সেটা তো হয় না। আমিও শক্ত হাতেই নিজের সংস্থা পরিচালনা করি। সব কিছু আমার তত্ত্বাবধানেই হয়।’