এক দিনে ১৯ উইকেট—শনিবার নতুন রেকর্ড দেখেছিল মুলতান টেস্টের দ্বিতীয় দিন। পাকিস্তানে টেস্টে এক দিনে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড ভাঙার পরের দিনই রোববার আরেকটি রেকর্ড দেখল মুলতান। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ৩২ রানে ৭ উইকেট নিয়ে নাম লেখালেন রেকর্ডে। পাকিস্তানে কোনো সফরকারী স্পিনারের এটাই ইনিংস-সেরা বোলিং।
ওয়ারিক্যান ভেঙেছেন ইংল্যান্ডের ফিল এডমন্ডসের রেকর্ড। ওয়ারিক্যানের মতোই বাঁহাতি এডমন্ডস ১৯৭৮ সালে করাচি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস ৭ উইকেট নিয়েছিলেন ৬৬ রানে।
পেস-স্পিন মিলিয়ে পাকিস্তানে টেস্টে সফরকারীদের মধ্যে তৃতীয় সেরা বোলিং করলেন ওয়ারিক্যান। সেরা বোলিং শ্রীলঙ্কার রবি রত্নায়েকের। লঙ্কান পেসার ১৯৮৫ সালে শিয়ালকোটে ৮৩ রানে ৮ উইকেট নিয়ে ভাঙেন ভারতের কপিল দেবের রেকর্ড। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের আগে পাকিস্তান সফরে লাহোরে ৮৫ রানে নিয়েছিলেন ৮ উইকেট।
পাকিস্তানে সফরকারী স্পিনারদের মধ্যে সেরা বোলিং করলেও প্রতিপক্ষের মাঠে স্পিনারদের সেরা বোলিংয়ে সেরা ২০-এ নেই ওয়ারিক্যান। ওয়েস্ট ইন্ডিজ বোলার জায়গা পেয়েছেন এ তালিকার ২১-এ।