আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির শাস্তি পেয়েছেন আফগানিস্তানের তারকা পেসার ফজলহক ফারুকি। শাস্তি হিসেবে ম্যাচের ১৫ শতাংশ ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।

ঘটনা জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। সেই ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক ক্রেইগ আরভিনের প্যাডে বল লাগলে লেগ বিফোরের আবেদন করেন ফারুকি। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার।

পরে রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন ফারুকি। কিন্তু এই সিরিজে নেই ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবস্থা। যে কারণে আম্পায়ারের কাছে কোনো অপশন ছিল না। যা মানতে পারেননি ফারুকি। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান।

পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ফারুকি। তবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিতে হয়েছে তাকে। যে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রান করে আফগানিস্তান। যার জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আফগানিস্তান জয় পায় ২৩২ রানে। যা দেশটির ওয়ানডেতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *