বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলকে নেতৃত্ব দিবেন কেইগ ব্রাফেট। চোটের কারণে দলে জায়গা হয়নি অলরাউন্ডার জেসন হোল্ডারের। তার জায়গায় দলে ঢুকেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন।

১৫ সদস্যের এই দলে ফেরানো হয়েছে স্পিনার কেভিন সিনক্লেয়ারকে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা আলজারি জোসেফও ফিরেছেন দলে।

ব্রাফেটের দল সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে ৪টি পরিবর্তন এনে এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে চোটের কারণে এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। একই কারণে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২২ নভেম্বর নর্থ সাউন্ডে। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর। যা সামনে রেখে এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *