বিএনপি এবং জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলে দেশ ও দেশের সম্পদ রক্ষা করা। কারণ হাসিনার লোটা বাহিনী এখনো আছে। এ সরকারের উচিত ছিল সর্বপ্রথম এদেরকে চাকরিচ্যুত করে তদন্তের ভিত্তিতে কারাগারে পাঠানো। কিন্তু আমাদের উপদেষ্টারা তাদের সঙ্গে কাজ করছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

অলি আহমদ আরও বলেন, দেশের সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সরকারের উচিত সর্বপ্রথম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো। মানুষ এখন চাল, ডাল, তরকারি থেকে শুরু করে সবকিছু কিনতে হিমশিম খাচ্ছে।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তৃতা করেন কর্নেল (অব.) মো. আইয়ুব, মেজর (অব.) ইমরান হোসেন, মেজর (অব.) মো. মাসুদ, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *