বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমসাময়িককালে আমরা বেশ কয়েকটি বিপ্লব দেখেছি। শ্রীলঙ্কায়, ইরাকে, মিশরে দেখেছি। এ ধরনের গণঅভ্যুত্থানের পর যেখানে পুলিশ থাকে না সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিএনপি মাঠে থেকে লড়াই করবে। বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ১৬ বছর শেখ হাসিনা সরকারের আমলে আমাকে মামলা দিয়েছিলেন। এসব মামলা আমি কখনোই মেনে নেইনি। তারা যে অন্যায় করেছে তাদের শাস্তি তারা নিজেই পেয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশ ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *