মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই পথে হাঁটবেন তার ভায়রা ভাই মাহমুদউল্লাহও। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার আগে কাল বিসিবির সঙ্গে আলোচনায় বসেছিলেন মুশফিক।
বিসিবির সঙ্গে কথা হয়েছে মাহমুদউল্লাহরও। তিনিও কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। আলোচনায় বিসিবি নিজেদের পরিকল্পনা জানিয়েছে মুশফিক ও মাহমুদউল্লাহকে। তারাও নিজেদের মতামত জানান।
বিসিবি চেয়েছিল মাঠ থেকে মুশফিককে বিদায় জানাতে। বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের সঙ্গে কথা বলেছে মুশফিক। আমাদের ইচ্ছা ছিল মাঠ থেকে তাকে বিদায় দেওয়া। কিন্তু তার উপলব্ধি, ওয়ানডে ম্যাচ কাছাকাছি নেই। এজন্য দ্রুত বিদায় নিতে চেয়েছে।’
নাজমুল বলেন, ‘টেস্ট ক্রিকেটে মুশফিক এখনো প্রধান খেলোয়াড়। সামনের ম্যাচগুলোতে যদি ভালো ব্যাটিং গড় হয় ওর, আমি খুবই খুশি হব।’ তিনি বলেন, ‘মুশফিকের এখনো টেস্ট ফরম্যাট বাকি। আমাদের ইচ্ছা যে কোনো ক্রিকেটার বিদায় নিলে তাকে সম্মান দেওয়া।’
নাজমুল বলেন, ‘মাহমুদউল্লাহর সঙ্গেও আলোচনা হয়েছে। আমরা আমাদের পরিকল্পনা তাকে জানিয়েছি। সে তারটা জানিয়েছে। তার একটি পরিকল্পনা রয়েছে। আলোচনা ভালো জায়গায় এলে আমরা বলতে পারব কবে সে বিদায় নেবে।’