বাগেরহাটের মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবি়ং) অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং উদয়পুর ইউনিয়নের ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ের এ প্রতিযোগিতা রোববার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল, বিশেষ অতিথি ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রত্না দেবনাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক কে, এম, ফরিদ আহম্মেদ, শিক্ষক এম এম ওবায়দুল ইসলাম, মাসুদুল হক বাবুল, মোঃ আজিজুর রহমান, কল্যাণী টিকাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ, সাংবাদিক কে,এম, মাহামুদুল হক প্রমুখ।