মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।

যশোর শহরের রেল রোড এলাকার পঙ্গু হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সাদি (৩৫) নামে এক যুবক। সোমবার রাত বারোটার দিকে রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত সাদি রেলরোড এলাকার শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে রেল স্টেশন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেন্সেল বাহিনীর সদস্য ট্যাটু সুমন, আসিফ মেহেদিসহ কয়েকজন সাদিকে লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি করে। এতে দুটি গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, সাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, অ্যাম্বুলেন্সে রওনা দেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম সাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, তার বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে।এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সাদিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, রেল স্টেশন, রেলবাজার, রেলগেট, শংকরপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মেন্সেল বাহিনী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর আগে, রেলবাজার এলাকার হাজার হাজার ব্যবসায়ী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং তাদের আটকের দাবি জানান। তবে, প্রশাসন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *