মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর নজির রয়েছে অনেক। তবে তানজিম হাসান সাকিব আজ (মঙ্গলবার) সুযোগ পেয়ে স্বীকৃত ব্যাটারদের যেন ব্যাটিং শেখানোর দায়িত্ব পালন করলেন! ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে খেই হারিয়ে ১১৫ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে রিয়াদ-তানজিমের ৯২ রানের জুটি সফরকারীদের মান বাঁচানো ২২৭ রানের পুঁজি এনে দিয়েছে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডে খেলেই বাংলাদেশ জেনে গিয়েছিল– ২৯৪ রানও এখানে নিরাপদ নয়। একই পিচে আজ দ্বিতীয় ওয়ানডেতে তারা যাচ্ছেতাই ব্যাটিং করেছে। অভিজ্ঞ ব্যাটাররাও উইকেট উপহার দিয়ে এসেছেন অনায়াসে। রিয়াদের ব্যক্তিগত সর্বোচ্চ ৬২, তানজিদ হাসান তামিমের ৪৬ এবং তানজিম সাকিবের ৪৫ রানের ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা পুরোদমে ব্যর্থ। ফলে ৪৫.৫ ওভারেই ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।