গণঅধিকার পরিষদ নামে অন্য কোনো দলকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের কাছে আর্জি জানিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর। সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আর্জি জানান।
সম্প্রতি তার দল গণঅধিকার পরিষদ (জিওপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। একই নামে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন একটি অংশও ইসির নিবন্ধন চেয়েছে। এমনকি গত ২ সেপ্টেম্বর তার নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা ইসি সচিবের কক্ষের বাইরে হট্টগোলও করেছে। সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে নুর বলেন, আমরা বলেছি আমাদের দলেরই একটি অংশ বেরিয়ে গিয়ে এখন নিবন্ধন চায়। তারা ইসিতে এসে বিশৃঙ্খলাও করেছে। আমরা বলেছি আমাদের দলের নামের মতো কোনো দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়। এ ছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে সেগুলো বলার মতো নয়। ২০২১ সালে নুরুল হক নুর ও তার সমমনা গণঅধিকার পরিষদ গঠন করেছিলেন। এতে আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। তবে ২০২৩ সালের জুনে এসে দলটি দুইভাগে ভাগ হয়ে যায়। ইতোমধ্যে তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদনও করে। সেই প্রক্রিয়ার মধ্যেই দুই শীর্ষ নেতা নুর ও রেজা পরস্পরকে বহিষ্কার করেন। এতে দলটির নেতৃত্ব ও কার্যালয় নিয়ে প্রশ্ন ওঠলে নিবন্ধন তালিকা থেকে শেষ পর্যায়ে এসে বাদ পড়ে গণঅধিকার পরিষদ।
এরপর কাউন্সিল করে নুরের অংশ কমিটি গঠন করে ইসিতে নথি জমা দেয় এবং দু’দফায় পুনর্বিবেচনার আবেদন করে অবশেষে নিবন্ধন পায় গণঅধিকার পরিষদ (জিওপি)। আর এই খবর রটে যাওয়ার পরপরই ইসিতে আসে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন অংশটিও। তারাও আবেদন পুনর্বিবেচনার দাবি জানায়। বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৪৮টি। রেজা কিবরিয়ার দল পেলে হবে ৪৯টি।