আগামী ৫ ডিসেম্বর ভারতে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের বছরের অন্যতম চর্চিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিংয়ের চিত্রও বেশ ভালো। প্রথম দিন থেকেই টিকিট কেনার হিড়িক ‘পুষ্পা’র অনুরাগীদের। দিল্লি এবং মুম্বাইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহে এই ছবির শো-এর টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা! তবুও দমানো যাচ্ছে না দর্শককে। মুহূর্তের মধ্যে নিঃশেষ প্রেক্ষাগৃহের সব শোয়ের টিকিট।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার দুপুরের মধ্যেই প্রায় ৩ লাখ টিকিট বিক্রি হয়েছে ‘পুষ্পা ২’-এর। ‘পাঠান’-এর ক্ষেত্রে অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে টিকিট বিক্রির এই সংখ্যাটা ছিল ২ লাখ। ‘কেজিএফ’ ২ এর হিন্দি ভার্সনটির ক্ষেত্রে ছিল ১.২৫ লাখ টিকিটের। আল্লু অর্জুনের ছবির হিন্দি ভার্সনটির টিকিট বিক্রির সংখ্যা এখনই ছাড়িয়ে গিয়েছে ১.৮ লাখ। সিনেমা বিশেষজ্ঞদের একাংশের অনুমান, রাজামৌলির ‘আরআরআর’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের যে টাকার অঙ্কটা অর্থাৎ ৫৮.৭৩ কোটি টাকা, তাও নাকি হেসেখেলেই ছাড়িয়ে যাবে ‘পুষ্পা ২’! এখনও পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বুকিংয়ের হিসেবে গোটা ভারতে প্রথম স্থান দখল করে রয়েছে ‘বাহুবলী ২’। টিকিট বিক্রির অঙ্কটা ছিল ৯০ কোটি। সেটাও নাকি ছুঁয়ে ফেলতে পারে এই ছবি।

বিশেষজ্ঞরা আরও মনে করছেন, ছবিটির টিকিট বিক্রির দৌঁড় যদি এই গতিতে চলতে থাকে তাহলে অগ্রিম বুকিংয়ের শেষ দিনেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক ছেলের জার্নি। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা। সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *