মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় তারকাদের মাঝে চলছে শোকের মাতম । সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের পাশাপাশি তারকারা শোকবার্তা জানিয়েছেন। মেগাস্টার শাকিব খান এক পোস্টে বলেন, ‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘তোমার এই প্রানবন্ত হাসি মুখটা আর দেখতে পাবো না। ওপারে ভালো থেকো অঞ্জনা আপা।’ এদিকে এক আবেগঘন স্টাটাসে শাবনূর ‍উল্লেখ করেছেন, ‘আমার অগ্রজ সহকর্মী, জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী শ্রদ্ধেয় অঞ্জনা রহমান আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিঊন)।’ ‘আমাদের সকলের প্রিয় অঞ্জনা আপার এভাবে চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তিন শতাধিক সিনেমায় অভিনয় করা গুণী এই শিল্পীর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার রূহের মাগফেরাত কামনা করছি।’

অভিনেত্রী জয়া আহসান অঞ্জনার পুরনো দিনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘লেজেন্ডারি অ্যাকট্রেস অঞ্জনা রহমান ম্যাডামের আত্মার শান্তি কামনা করি।’ চিত্রনায়িকা পূজা চেরীর কথায়, ‘ভেতরটা ধঁক করে উঠলো, ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন।’

সাইমন সাদিকের কথায়, ‘আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী, অঞ্জনা আপু ইন্তেকাল করেছেন। আপনি অনেক ভালো মানুষ ছিলেন আপু। মিস করবো আপনাকে।’

প্রসঙ্গত, বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *