বছরের শুরুতে আচমকাই অসুস্থ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে! আর সে কারণে একটি অনুষ্ঠানে যেতেও পারেননি অভিনেত্রী। শনিবার সকাল পর্যন্ত প্রাথমিকভাবে এমনটাই শোনা যায়। কিন্তু এরপর শোনা যায়, তিনি হাসপাপাতালে গিয়েছিলেন ঠিকই, ডাক্তারও দেখিয়েছেন, তবে ভর্তি হননি।

এর আগে বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখেই রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা! তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি তারকা দম্পতি। আর এরই মধ্যে গত শনিবার সকালে আচমকা কিয়ারা আদভানির হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা। অবশেষে সত্যিটা সামনে আনে অভিনেত্রীর পিআর টিম। তাদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায় হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। ছবির শ্যুটিংয়ে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়েন সিদ্ধার্থ পত্নী। আর সেই কারণেই ‘কবীর সিং’-র নায়িকাকে বাড়িতে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। প্রথমে অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। এরপর গত বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের অন্যতম এই পাওয়ার কাপল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *