দিনাজপুর সরকারি কলেজের অর্থ বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের প্রাক্তন শিক্ষক এবং বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি বিভাগের ইতিহাস, উন্নয়ন, এবং শিক্ষার অগ্রগতির বিষয়ে কথা বলেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এবং স্মৃতিচারণমূলক আলোচনার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা। বক্তারা বিভাগের অর্ধশতাব্দীর সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *