বোর্ডার-গাভাস্কার ট্রফিতে জয় দিয়ে শুরু করেছে ভারত। ঘরের মাঠে অজিদের বিপক্ষে এমন দাপুটে জয়কে ভারতের বড় কৃতিত্ব হিসেবে দেখছেন হরভজন সিং। তার মতে, এই সিরিজে ৪-১ ব্যবধানে জিতবে ভারত। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও খেলবে রোহিত শর্মার দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই আসরেই ফাইনালে খেলেছিল ভারত। এবারও ফাইনালের দৌড়ে বেশ এগিয়ে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে আরো চারটি ম্যাচ বাকি তাদের। এখানে ৪ ম্যাচের মধ্যে তিনটি জিততে পারলেই ফাইনাল নিশ্চিত করবে রোহিতের দল।
ভারতের ফাইনাল খেলা নিয়ে হরভজন বলেন, ‘আমি মনে করি, তারা যদি আরেকটি ম্যাচ জিততে পারে তাহলে অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে। কিন্তু এখানে পৌঁছানোর চেয়েও জিতে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।’ পার্থে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। এমন জয়কে বড় অর্জন বলছেন হরভজন। তিনি বলেন, ‘পার্থের এই জয়টা ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই মাঠ অস্ট্রেলিয়ার জন্য লাকি ভেন্যু।’
‘ঘরের মাঠে তাদের হারানো সবসময়ই কঠিন কাজ, আর এই মাঠে হারাতে পারাটা আরো বেশি আনন্দের কারণ এখানে তারা বরাবরই শক্তিশালী দল। সবমিলিয়ে এটা ভারতের জন্য দারুণ জয়। আমি আশা করি, ভারত এই জয়ের ধারা অব্যাহত রাখবে এবং ৪-১ ব্যবধানে সিরিজ জিতবে।’-যোগ করেন তিনি।