কোনো খেলা বা টুর্নামেন্ট আসলেই বিভিন্ন ধরনের জুয়ার অ্যাপের প্রচারণায় দেখা যায় দেশের তারকাদের। সেসব তারকাদের বেশিরভাগই সাধারণত জুয়ার অ্যাপের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবেই নিয়োগপ্রাপ্ত থাকেন। ঢাকাই চিত্রনায়িকা পরীমণি থেকে শুরু করে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, শবনম বুবলী, নুসরাত ফারিয়ার মতো তারকারাও এর সঙ্গে যুক্ত হয়েছেন; আবার সমালোচনায়ও পড়েছেন তারা। এবার এই কারবারের সঙ্গে দেখা গেল এখনকার সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়াকে। এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের প্রচারণায় কথা বলতে দেখা গেল এই তারকাকে।

গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সেই জুয়ার অ্যাপের প্রচারণার একাধিক ভিডিও শেয়ার করেন পিয়া জান্নাতুল। বলে রাখা ভালো, এই মডেল ও অভিনয়শিল্পী একজন পেশাদার আইনজীবীও। তাই এই জুয়ার অ্যাপের প্রচারণায় তার সংযুক্ত থাকার বিষয়টি নেটিজেনদের অনেকেই ভালোভাবে নেননি। বিষয়টি নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হন পিয়া জান্নাতুল। আইনজীবী হয়েও কেন জুয়ার প্রচারণায়, এ প্রসঙ্গ এড়িয়ে তার যুক্তি, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’ জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপসে বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহে প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *