ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এক অনুরাগীর মৃত্যু ও এক শিশু আহত হওয়ার ঘটনায় মামলা হওয়ার পরে আদালতের নির্দেশে নিয়মিত থানায় হাজিরা দিতে হচ্ছে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। তদন্তে সহযোগিতার পাশাপাশি প্রতি থানায় হাজিরা দেওয়ার শর্তে সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। আপাতত সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা-আদালত যেতে হবে। এদিকে আইনি টানাপোড়েনের মাঝে এবার আহত শিশুটিকে দেখতে হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গেলেন আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, আল্লুকে হাসপাতালে প্রবেশ করছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেতা হাসপাতালে আসার আগে সুরক্ষা বেষ্টনী আরও জোরদার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের ৫ জানুয়ারি আহত শিশুটিকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। আল্লুকে এক ঝলক দেখার জন্য হাসপাতালের বাইরেও অনুরাগীরাও ভিড় করেন। প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক দুর্ঘটনা ঘটে। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারী নিতহ ও আহত হয় এক শিশু। এ ঘটনার পরেই গ্রেপ্তার হন অভিনেতা। নিম্ন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *