টালিউড ছেড়ে এবার বলিউডে পা রেখেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়াল ছেড়ে এবার হিন্দি সিরিয়ালের নায়িকা তিনি। বাংলায় ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ একাধিক ধারাবাহিকে দর্শকদের থেকে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। কাজের সূত্রে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন টিনসেল টাউনে। এবার হিন্দি টেলিভিশনে রাজত্ব করার পালা অভিনেত্রীর। তাই সেইখানেই থিতু হওয়ার পরিকল্পনায় অভিনেত্রী।

দেবচন্দ্রিমার এই সাফল্যে ব্যাপক খুশি তার অনুরাগীরা। কিন্তু কটাক্ষের হাত থেকেও রেহাই পাননি অভিনেত্রী। সম্প্রতি ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা। সেখান থেকে নানা ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে বিভিন্ন খোলামেলা পোশাকে দুবাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করেন তিনি। তারপর থেকেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। নেটিজেনদের সেই মন্তব্যের প্রভাব পড়েছে নায়িকার মনেও। ভারতীয় গণমাধ্যমে দেবচন্দ্রিমা বলেন, ‘আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাছাড়া সমাজ মাধ্যমে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। সেখানে বাধা দেওয়ার কেউ নেই।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার নতুন কাজের খুশিতে যেমন ভালো মন্তব্য করেন নেটিজেনরা, তেমন তাদের কিছু খারাপ লাগলেও বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু তার মানে সেই কটাক্ষ আমি গায়ে মাখব, মন খারাপ করব, এমনটা একেবারেই নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *