শীঘ্রই বড় পর্দায় পা রাখতে চলেছেন বলিউড নায়ক আমির খানের ছেলে জুনায়েদ খান। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘লাভিয়াপ্পা’। তবে এরই মধ্যে স্বজনপোষণ নিয়ে অকপট স্বীকারোক্তি দিলেন জুনায়েদ। জানালেন, স্টারকিড হওয়ায় কাজ পাওয়ার মতো বিশেষ সুবিধা রয়েছে। এর আগে ওটিটিতে ‘মহারাজ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জুনায়েদ। তবে এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি স্বীকার করি, পরিবারের জন্য আমি সুযোগ পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় না থাকলেও প্রযোজকরা আছেন, তারা আমাকে কাস্ট করবেন- যা অনেকের ক্ষেত্রে সম্ভব নয়।’
আমিরপুত্র আরও জানান, ‘কখনও কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি বা নেতিবাচক কিছু বলেননি। আমি সোশ্যাল মিডিয়াতেও নেই, তাই ওখানে কী চলছে তাও জানি না।’ শুধু জুনায়েদ নন, এই ছবিতে এই স্টারকিডের সহ-অভিনেত্রী খুশি কাপুরও স্বীকার করেছেন একই কথা। জানালেন, স্টারকিড হওয়ায় খুশি কাপুরও নানা সুবিধা পান; সে কারণে তিনি কৃতজ্ঞও। উল্লেখ্য, খুশি কাপুর ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে।