আবারও ২৬ বছর পর বক্স অফিসে মুক্তি পেয়েছে রাম গোপাল বর্মা পরিচালিত সিনেমা ‘সত্য’। পুনরায় সিনেমা মুক্তি নিয়ে একত্রিত হয়েছিল পুরো টিম। এ সিনেমা নিয়ে বেশ কিছু মজার গল্পও শেয়ার করেছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। এদিকে ডিজাইনার মণীশ মলহোত্রা এই সিনেমার পর তার উপর রাগে চিৎকার করেছিলেন। কারণ, তিনি সিনেমায় যে শাড়ি পরেছিলেন, তার আসল দাম বলে ফেলেছিলেন ক্যামেরার সামনে।
সাক্ষাৎকারে ঊর্মিলা জানান, মণীশ মলহোত্রা তার উপর চিৎকার করেছিলেন একটি ঘটনায়। অভিনেত্রী বলেন, ‘এই শাড়ির দাম বলার কি কোনও দরকার ছিল?’ সেই ঘটনার কথা উল্লেখ করে ঊর্মিলা বলেন, ‘রঙ্গিলার পর আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে এই সস্তা শাড়িগুলো কিনতাম। তাই একবার একটি সাক্ষাৎকারে একজন সাংবাদিক আমাকে আমার রূপ নিয়ে বেশ কিছু জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম, আপনারা কেন আমার চেহারা দেখে এত মুগ্ধ? আমি ৫০০ টাকার শাড়ি পরি।’ঊর্মিলার কথায়, ‘আমার একটা ঘটনা মনে আছে। আমি একবার শেফালি শাহ এবং মনোজ বাজপেয়ীর সঙ্গে দুপুরে খাবার খেতে গিয়েছিলাম। সেখানে কিছু লোক লাইট এবং ক্যামেরা সেট করার চেষ্টা করছিলেন। আমি ভাবলাম, এরা কীভাবে এগুলো জানল?’