দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত বিশেষায়িত জাহাজ ‘রায়ান’ আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে রফতানি করার কথা রয়েছে।
শনিবার চট্টগ্রামের বোট ক্লাবের ঘাটে ওয়েস্টার্ন ক্রুজে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমিরাতের মারওয়ান শিপিংয়ের জন্য ৬৯ মিটার দীর্ঘ জাহাজ ‘রায়ান’ তৈরি করা হয়েছে। পতেঙ্গা বোট ক্লাবের পাশে জাহাজটি রাখা হয়েছে। ২০২০ সালের পর এটিই হবে ওয়েস্টার্ন মেরিনের প্রথম জাহাজ রপ্তানি। মারওয়ান শিপিংয়ের সঙ্গে ২০২৩ সালে আটটি জাহাজ নির্মাণের চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন। ‘খালিদ’ ও ‘ঘায়া’ নামের দুটি টাগবোট ২০২৫ সালের এপ্রিলে রপ্তানি করা হবে। বাকি পাঁচটি জাহাজ ২০২৫ সালের মধ্যে রপ্তানি করা হবে। ২০১৭ সালে একই ক্রেতার কাছে প্রথম জাহাজ রপ্তানি করা হয়।
ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, আমাদের শিপ বিল্ডিং ঘুরে দাঁড়িয়েছে। ৯টি জাহাজ রপ্তানির কাজ চলছে।