চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৬ জানুয়ারি) রাতে দলের পক্ষে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি দুপুরের দিকে প্রেসক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শাহবাগ থানার সামনে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। ইবতেদায়ি শিক্ষকদের ওপর এ হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রফিকুল ইসলাম খান বলেন, বিগত ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা দেখার যেন কেউ নেই।

তিনি আরও বলেন, ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সব সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *