একের পর এক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। এলবিডব্লিউ জোরালো সব আবেদনে সাড়া মিলছে না আম্পায়ারের কাছ থেকে। এমন সময় দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নিলেন ইকবাল হোসেন ইমন। পুরো আসরে দুর্দান্ত বোলিং করা ইমনের কাছ থেকে এলো লাইফলাইন পাওয়া এক ওভার। বিপজ্জনক হয়ে ওঠা কেপি কার্তিকেয়া আর নিখিল কুমারকে একই ওভারে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়েছেন ফর্মে থাকা এই পেসার। তিন বলের ব্যবধানে ইকবালের জোড়া ব্রেকথ্রু। ভারতের স্কোরবোর্ডে এই মুহূর্তে ৭৪ রান। উইকেট তারা হারিয়েছে ৫টি।