ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব। এতে অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের একটি সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর মেহের নিউজের।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার আরব সূত্র জানিয়েছে, ইয়েমেনে সৌদি সেনাবাহিনীর হামলায় একজন ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন আফ্রিকান শরণার্থী আহত হয়েছেন।