বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। নতুন বছরে ঈদের বক্স অফিসে জমাতে তৈরি সালমান খান। ‘সিকান্দার’ টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন ‘অ্যাংরি ইয়াংম্যান’ হিসেবে। ভক্তদের দিয়ে রাখলেন দুরন্ত অ্যাকশনের আভাস। সদ্য ৫৯ বছরে পা দিয়েছেন সালমান। কথা দিয়েছিলেন, জন্মদিনেই ‘সিকান্দার’-এর টিজার প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই ঘটে অঘটন। প্রয়াত হন ড. মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই টিজার রিলিজের সময় পিছিয়ে দেওয়া হয়।
শনিবার সকাল এগারোটায় টিজার রিলিজের কথা থাকলেও তা প্রকাশ্যে আসে বিকেল চারটায়। সেটাও আবার শুধুমাত্র ইউটিউবে। এ আর মুরুগাদোসের পরিচালনায় তৈরি এই ছবি যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মের আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে দেন ‘সিকান্দার’ সালমান। গত বছর সালমান ও তার পরিবারের কাছে বেশ আতঙ্কের ছিল। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবৃষ্টি, প্রাণনাশের হুমকি, প্রকাশ্য রাস্তায় সালমান-বন্ধু বাবা সিদ্দিকির হত্যা— সবমিলিয়ে বেশ উদ্বিগ্ন পরিস্থিতি। সালমানের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এত কিছুর মধ্যেও ‘সিকান্দার’-এর শুটিং চালিয়ে গেছেন সালমান। ছবিতে সালমানের পাশাপাশি দেখা যাবে রাশমিকা মান্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।
উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। ‘দাবাং’, ‘ভাইজান’, ‘টাইগার’-এর পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি বলিউডের সুলতান।