আফগানিস্তানের কাছে ৭৫ রানে অলআউট, এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছেও ১৩ রানের ব্যবধানে পরাজয়ের পরই নিশ্চিত হয়ে গিয়েছিলো, হয়তো এবার আর সুপার এইটে খেলা হচ্ছে না কিউইদের। সর্বশেষ আফগানিস্তান পাপুয়া নিউগিনিকে হারানো এবং উগান্ডাকে সর্বনিম্ন রানের লজ্জায় যখন ওয়েস্ট ইন্ডিজ ডোবালো, তখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে, কিউইদের বিদায় প্রথম রাউন্ড থেকেই।
শেষ দুই ম্যাচ তাই কেন উইলিয়ামসনদের জন্য নিয়ম রক্ষার। যেখানে তাদের দুই প্রতিপক্ষ উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। প্রথম দুই ম্যাচে বাজেভাবে পরাজয়ের কারণে তৃতীয় ম্যাচে এসে উগান্ডাকে পেয়ে যেন নিজেদের মনের ঝাল ভালোভাবে মিটিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে উগান্ডাকে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৪০ রানে অলআউট করে দেয় কিউই বোলাররা। এরপর নিজেরা সেই রান তুলে নিয়েছে মাত্র ৫.২ ওভারে (৩২ বলে)। ৮৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।