কুড়িগ্রামের উলিপুর উপজেলার উদ্যোগে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে (বালক বালিকা)” উদ্বোধনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ১০:০০ ঘটিকায় উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার,( ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান, বিশেষ অতিথি, ফাতেমা নার্গিস, ডাঃ শহীদুল ইসলাম, উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ।

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কাজী মাহমুদুর রহমান। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় । এরপর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কাজী মাহমুদুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। এ সময় আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জাহাঙ্গীর সরদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ।

তিনি বলেন,এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ করা যাবে না। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে চৌকষ দৃষ্টি রাখতে খেলা পরিচালনা কমিটিকে নির্দেশ দেন।

এই উদ্বোধনী খেলায় দুটি দল অংশগ্রহণ করেন গুনাইগাছ প্রাথমিক বিদ্যালয় ও পান্ডুল প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ৩০ মিনিটের এই খেলায় গুনাই গাছ প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *