লম্বা বিরতির পর অবশেষে ফিরলেন দেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। অভিনেতার জন্মদিন। আর এদিনেই ভক্তদের সামনে নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেতা। শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’ নিয়ে আসছেন নিশো। নায়িকা হিসেবে বিপরীতে থাকছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত তমা মির্জা। আরও থাকবেন সুনেরাহ বিনতে কামাল।

নতুন সিনেমার ঘোষণা দিয়ে রোববার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় নিশো বলেন, ‘‘কী? এতদিন নাকি অনেক খুঁজতেছিলা। এত সহজে খুঁইজা পাইলে কি ‘দাগি’ হয়?’’ নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন।

এসময় ভক্তদের অভিনেতা স্মরণ করিয়ে দেন, ‘ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো। এই ‘দাগি’র সাথে দেখা হবে ঈদে।’ এভাবেই নতুন সিনেমা ‘দাগি’র খবর দিলেন নিশো। সেটাও কি না নিজের জন্মদিনেই। এদিন যে নিশো কিছু একটা জানাবেন এ খবর প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই থেকে আগেই জানানো হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার ল্যান্ড করতেই এন্ট্রি নিলেন নিশো। চোখজোড়া ঢাকা কালো চশমায়। এরপরই নেমে এলেন তমা মির্জা। সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন তিনিও। সবশেষ যোগ দিলেন শৈল্পিক সুন্দরী সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিলেরও দেখা মিলল এক ঝলক।

সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, এতটুকু বলতে পারি, দাগি’র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী। ‘দাগি’ সিনেমায় দর্শকরা সেই চেষ্টা দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *