বলিউডে প্রায় ৬ হাজার গান গেয়েছেন ভারতীয় বাঙালি শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। কিন্তু এ আর রহমানের সুরে একটি মাত্র গান গেয়েছিলেন তিনি। এ আর রহমানের সঙ্গে যখন কাজ করেন, তখন নাকি বেশ সচেতন থাকেন অভিজিৎ। এরই মধ্যে রহমানের মতো একজন খ্যাতিমান শিল্পীকে নিয়ে সমালোচনা করে বসলেন অভিজিৎ, করলেন বিস্ফোরক মন্তব্য! সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমানের কাজের সমালোচনা করে করে অভিজিৎ বললেন, ‘নিয়মিত সময়ে কাজ করার অভ্যাস নেই এ আর রহমানদের। ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত আমি। সৃজনশীলতার নামে রাত তিনটা পর্যন্ত গান করার অর্থ আমি বুঝি না।’

সেই সময় প্রথম সারির সুরকার অনু মালিক, আনন্দ-মিলিন্দ, যতিন-ললিতের ‘ডাবিং’ করছিলেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই রহমানের সঙ্গে এক দিন সাক্ষাৎ করতে যান অভিজিৎ। কিন্তু হোটেলে অপেক্ষা করেই সময় কেটে যায়। রহমানের দেখা নেই! সারাক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাই সকালে রেকর্ডিংয়ের পরামর্শ দেন তিনি। রাত ২টার সময় স্টুডিওতে যাওয়ার ডাক পান অভিজিৎ। কিন্তু হোটেলে পৌঁছে দেখেন, রহমান সেখানে নেই।

তখন রহমানের সহকারীও দায়িত্বে ছিলেন। তিনিই অভিজিৎকে গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। যদিও ওই ছবির গান, এমনকি ছবিটিও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। পুরো বিষয়টি নিয়ে একাধিক বার রহমানের কাছে কৈফিয়ত চান অভিজিৎ। কিন্তু রহমানের পক্ষ থেকে কখনও সদুত্তর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *