ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বিদায়ী বছরে নানান কাজে ছিলেন আলোচনায়। পুরোনো বছরের মতো ধারাবাহিকতা ধরে রেখে নতুন বছরটা নতুন প্রত্যয়ে কাজ শুরু করতে চান অভিনেত্রী। জানালেন, এবার গল্প প্রধান কাজই বেশি করবেন। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও। এ প্রসঙ্গে গণমাধ্যমে সাফা বলেন, ‘আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এজন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলোকে ফিকশনে তুলে আনব। নতুন বছরে আরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই।’

সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার।’ তার সমসাময়িক অনেকে বিয়ের পিড়িতে বসেছেন। কিন্তু তিনি এখনও সিঙ্গেল। তাই তো নতুন বছরের প্রথম দিনেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি। নতুন বছরেই বিয়ে করা উচিৎ, এমনটাই মনে করেন অভিনেত্রী। বিয়ের পরিকল্পনা নিয়ে সাফা বললেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।’

আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *