বেশ কয়েকদিন আগে বেনারসের কনসার্ট ছেড়ে বেরিয়ে যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। অভিযোগ তোলেন আয়োজকদের অব্যাবস্থাপনা নিয়ে। সেই বিতর্কের রেশ না যেতেই সম্প্রতি নিজের শহর কলকাতায় পারফর্ম করেছেন গায়িকা। কিন্তু বিতর্ক যে তার পিছু ছাড়ছেনা মোনালির! কলকাতার দমদমের সেই কনসার্টে গানের সঙ্গে খানিকটা নেচেছিলেন গায়িকা। আর তা নিয়েই শিল্পীর দিকে সমালোচনা ছুঁড়লেন নেটিজেনরা।

সেদিন কোনো বিতর্কের আঁচ গায়ে না নিয়েই সুরের সাগরে নেমে পড়েছিলেন মোনালি। চাপা ফুলস্লিভস টপস আর হলুদ রঙা ঢলা প্যান্টে সাজ আশাকেও কোনো কমতি ছিল না গায়িকার। নিজের গাওয়া একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করলেন তিনি। নাচে গানে মঞ্চে শিহরণ জাগান দর্শকদের, সঙ্গে পাকিস্তানি, পাঞ্জাবি গানও পরিবেশন করেন।এ সময় ‘চান্দদি কুরি’ গাইতে গাইতে কোমরও দুলিয়েছেন মোনালি। গিটারের ঝংকার উঠতেও মোনালির শরীরী হিল্লোল উপভোগ করেন দর্শকেরা। বলা যায়, মোনালির এই পারফর্ম্যান্সে অনেকে মুগ্ধ হলেও সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন তাকে খোঁচা দিতে ছাড়েননি।সেই কনসার্টের একটি ছড়িয়ে পড়া ভিডিওতে নেটিজেনরা নানান ধরনের সমালোচনা করেন। অনেকের মতে, নাচের পাশাপাশি একটু গানের দিকেও নজর দেওয়া উচিত মোনালির। একজন তো মন্তব্য করেই বসেন, ‘আজকাল সবাই বিয়ন্সে, শাকিরা হওয়ার চেষ্টা করছে’।

মোনালি ঠাকুর বাংলা ও বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। ২০১৫ সালে ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও ‘সাওয়ার’ গানের জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। তার সুর দিয়েই শ্রোতাদের মুগ্ধ করেন এই বাঙালি কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *