লক্ষ্মীপুর-কমলনগর সড়কে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপায় এনজিও (ব্রাক) কর্মী ফয়ছল হোসেন (২৯) ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ফয়ছল লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসিন এলাকার বাসিন্দা। এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
নিহতের সহকর্মী রতন মধু জানান, ফয়ছল তার মোটরসাইকেল যোগে জেলা শহর লক্ষ্মীপুর থেকে নিজ কর্মস্থল কমলনগরে আসছিলেন। মিয়ারবেড়ি এলাকায় পৌঁছলে ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়।