বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাহী কমিটির সদস্য পদ ১৫টি। ২৬ অক্টোবর নির্বাচনে ১৫ তম পদে সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সমান ভোট পেয়েছিলেন। এই সমতা ভাঙার জন্য আগামীকাল বাফুফে ভবনে এই দুই জনের মধ্যে পুনরায় ভোট হবে। পুনরায় ভোটের দুই দিন আগে সদস্য প্রার্থী সাইফুর রহমান মনি নির্বাচন কমিশন বরাবর নির্বাচনে অনিয়ম সংক্রান্ত আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন। নির্বাচন কমিশনকে দেয়া চিঠির অনুলিপি তিনি নতুন সভাপতি তাবিথ আউয়াল, ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ আরো কয়েকজনকে দিয়েছেন। সাইফুর রহমান মনি ফিফা-এএফসিতেও চিঠি পাঠিয়েছেন।

সামাজিক ও গণমাধ্যমে পেশাদার লিগ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে। সেই কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন আগামীকাল নির্বাচনে সদস্য পদপ্রার্থী এখলাস উদ্দিন। নির্বাচনের আগে বাফুফের একটি কমিটিতে মনোনয়ন পাওয়া পক্ষপাত বলে মনে করেন মনি। পাশাপাশি এই কর্মকান্ড নির্বাচন প্রক্রিয়ায় ফেডারেশনের প্রতি বিশ্বাস দুর্বল করে বলেও অভিযোগ করেছেন তিনি। পেশাদার লিগ কমিটিতে সদস্য পদপ্রার্থীর মনোনয়ন ছাড়া আরেকটি বিষয়ে মনি অভিযোগ উথাপন করেছেন। ২৬ অক্টোবর নির্বাচনের কয়েকদিন আগে বাফুফের লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা হয়েছিল। মনির প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী লোগো ব্যবহার করছেন সেটাও আলোকপাত করেছেন চিঠিতে।

সদস্য প্রার্থীর অভিযোগ পত্র প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন পেয়েছেন। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘বাফুফে সচিবালয়ের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এছাড়া আমরা সচিবালয়কে অভিযোগ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *