খুলনার কয়রা উপজেলার কালনা বাজার সংলগ্ন এলাকা থেকে ৩৪ কেজি হরিণের মাংস ও নাম্বার প্লেটহীন একটি রানার মোটরসাইকেল আটক করা হয়েছে।
আজ (০৩ জানুয়ারি ), শুক্রবার সকাল ৯:০৫( ঘন্টা )টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার এস আই প্রণয় মন্ডল অভিযান পরিচালনা করে উক্ত ৩৪ কেজি হরিণের মাংস ও একটি রানার মোটরসাইকেল সহ ১জন কে আটক করেন।
আটকৃত ব্যক্তি মোঃ ইকবাল মোড়ল (২৩) ,পিতা: মৃতঃ আমিনুদ্দিন মোড়ল ,গ্রাম:কাশিমনগর, উপজেলা:পাইকগাছা,জেলা:খুলনা।
উক্ত আটককৃত মাংস ও ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় মামলার প্রস্তুতি চলছে।