চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। বিনোদন জগতে ইতোমধ্যে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন। দর্শককে উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমা। বি-টাউনে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত ও করণ জোহরে মাঝে দ্বন্দ্ব বহু পুরোনো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দুজনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদের পাতায় আলোচনা-সমালোচনা হয়েছে। গত প্রায় ৬ বছর থেকে সম্পর্কের অবনতি হয়েছে। এদিকে ‘এমার্জেন্সি’ সিনেমার প্রচারে যাওয়ার পর এক সাক্ষাৎকারে করণের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী। তবে এবার শর্ত একটাই। কঙ্গনা থাকবেন পরিচালক হিসেবে আর করণ ক্যামেরার সামনে।
কঙ্গনার কথায়, ‘করণ স্যারের উচিত আমার সঙ্গে একটা সিনেমা করা। আমি ওকে খুব ভালো একটা চরিত্র দেব। আর ভালো একটা সিনেমা বানাবো। যেখানে শাশুড়ি-বউমার ঝগড়া থাকবে না।’ সিনেমা বানানোর ক্ষেত্রে করণকে একটা ভালো যথাযোগ্য চরিত্র দিবো উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘কোনও পিআর প্রক্রিয়া নাক গলাবে না। একটা ঠিকঠাক সিনেমা বানাবো। আর ওকে যথাযোগ্য চরিত্র দেব।’