গাজীপুর কালীগঞ্জের জামালপুর এলাকার জামালপুর আর. এম. বিদ্যাপিঠের গভর্নিং বডির সভাপতি হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান খান।

রোববার (২৬ জানুয়ারী) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে জামালপুর আর. এম. বিদ্যাপিঠের ৬ মাস মেয়াদী এডহক কমিটির ঘোষণা দেওয়া হয়। ওই চিঠির মাধ্যমে মনিরুজ্জামান খানকে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে চিঠিতে।

সোমবার (২৭ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম।

রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান খান এলাকায় লাভলু নামেও পরিচিত। তিনি আদর্শগত ভাবে বিএনপির রাজনিতীর সঙ্গে জড়িত। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সফলতার ছাপ রাখায় এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়ে। ১৯৯১ সালে জামালপুর কলেজ ছাএ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে ভি,পি নির্বাচিত হন, ওই নির্বাচনে ছাএদলের পূর্ণ প্যানেল জয়লাভ করে। ১৯৯৭ সালের ১৯ শে জুলাই শনিবার কাউন্সিলের মাধ্যমে জেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সেখানেও সফল ভাবে তিনি তার দায়িত্ব পালন করলে দলীয় নেতাদের নজরে আসেন। পরে ২০০০ সালে কাউন্সিলের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলে তিনি কালীগঞ্জের রাজনিতীতে আলোচনায় আসেন।

মনিরুজ্জামান খান গত সরকারের আমলে বহু হামলা মামলার স্বীকার হোন। নির্যাতিত ওই রাজনিতীবীদ বর্তমানে রাজনিতীর পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

মনিরুজ্জামান খান বলেন, আমি যখনই কোন দায়িত্ব পেয়েছি তখনই সে দায়িত্বকে আমার জীবনের সবকিছুর থেকে বেশি গুরুত্ব দিয়েছি। আমি চেষ্টা করেছি নীতি নৈতিকতার মধ্যে থেকে কাজ করে যাওয়ার জন্য। যেহেতু বিদ্যালয়টি আমার এলাকার, তাই এখানে দায়িত্বে অবহেলার প্রশ্নই আসেনা। যতটুকু করা দরকার তার থেকেও বেশি করার চিন্তা এবং ইচ্ছা থাকবে।

উল্লেখ্য মনিরুজ্জামান খান এর আগে ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত ওই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *