দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে।
নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে।
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।
পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক সদস্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ক‌য়েক‌ দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে আজ দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের দর‌বেশ আলী ঘটনাস্থ‌লেই মারা যান।

এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।
দলদ‌লিয়া ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ। এটি মূলত খা‌স (সরকা‌রি) জমি। প্রতিবছর চর‌টি‌ ঘি‌রে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘ‌টে।

আজ‌কেও (র‌বিবার) চর দখল‌কে কে‌ন্দ্রে ক‌রে সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে একজন মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, ‘লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *