কুড়িগ্রামের রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদ সহ মাদক কারবারি সুমন’কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ ।
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি টিম অদ্য ৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় রৌমারী থানাধীন কাঠালবাড়ি কোনাচীপাড়া এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মোঃ সুমন আহমেদ (২২) কে ৯৪ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।